• 'এক ছোবলেই ছবি', দিঘার পর বকখালি, ফের দেখা মিলল ভয়ঙ্কর এই সামুদ্রিক সাপের ...
    আজকাল | ২৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিঘার পর বকখালি। ফের দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত সাপ ইয়েলো-বেলিড সি স্নেক-এর। সামুদ্রিক এই সাপটির পেটের নিচের অংশটা হলুদ রঙের বলে এই নাম। যার এক ছোবল মানেই 'ছবি'। রবিবার সকাল থেকেই বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।

    গত শনিবার দুপুরে বকখালিতে ভরা জোয়ারের সময় এই সাপটির দেখা মেলে। সপ্তাহান্তে বকখালিতে যথেষ্টই পর্যটক গিয়েছিলেন। তাঁরা যখন সমুদ্রে স্নান করছেন তখন কিছুটা দূরেই সাপটি ভাসছিল। দ্রুত এক পর্যটকের নজরে পড়লে তিনি পাড়ে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এক সিভিল ডিফেন্সের কর্মীর দৃষ্টি আকর্ষণ করেন।

    সাপটি চিনতে পেরে ওই কর্মী তাঁর সহকর্মীদের ডাক দেন এবং সকলের প্রচেষ্টায় সাপটি জীবিত অবস্থায় উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে।

    ঘটনার পর থেকেই পর্যটকদের সতর্ক করতে সৈকতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। তাদের অনুরোধ, সমুদ্রে স্নানের সময় যেন আশেপাশে খেয়াল রাখেন পর্যটকরা। যদি এই সাপ দেখা যায় তবে যেন দ্রুত প্রশাসনকে জানানো হয়।
  • Link to this news (আজকাল)