'এক ছোবলেই ছবি', দিঘার পর বকখালি, ফের দেখা মিলল ভয়ঙ্কর এই সামুদ্রিক সাপের ...
আজকাল | ২৯ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: দিঘার পর বকখালি। ফের দেখা মিলল ভয়ঙ্কর বিষাক্ত সাপ ইয়েলো-বেলিড সি স্নেক-এর। সামুদ্রিক এই সাপটির পেটের নিচের অংশটা হলুদ রঙের বলে এই নাম। যার এক ছোবল মানেই 'ছবি'। রবিবার সকাল থেকেই বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে জেলা প্রশাসন।
ঘটনার পর থেকেই পর্যটকদের সতর্ক করতে সৈকতে মাইকিং শুরু করেছে স্থানীয় প্রশাসন। তাদের অনুরোধ, সমুদ্রে স্নানের সময় যেন আশেপাশে খেয়াল রাখেন পর্যটকরা। যদি এই সাপ দেখা যায় তবে যেন দ্রুত প্রশাসনকে জানানো হয়।