আজকাল ওয়েবডেস্ক: নীতি আয়োগের বৈঠকে বলতে না দেওয়ায় ‘অপমানিত’ বোধ করে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। সেই বৈঠকে মমতার অপমানের আঁচ এবার পড়ল রাজ্য বিধানসভায়। সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন মানস ভুঁইয়া নিন্দা প্রস্তাব পেশ করেন। এর পাল্টা বিরোধিতায় সরব হন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের দাবি, মুখ্যমন্ত্রীর বোঝা উচিত ছিল যতটা সময় দেওয়া হচ্ছে তার মধ্যে তাঁকে বলতে হবে। আগে থেকে পরিকল্পনা করে মুখ্যমন্ত্রী বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন।
নীতি আয়োগের ঘটনায় নিন্দা প্রস্তাবকে সমর্থন করেন তিনি। বৈঠকে গিয়ে কী কী বলেছেন তিনি তাও জানান। বাংলা ভাগের প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘কেউ বলছেন মুর্শিদাবাদ ভেঙে দাও, কেউ বলছেন মালদা ভেঙে দাও। কেউ বলছেন উত্তরবঙ্গকে আলাদা করে দাও। ভোট চলে গেলেই বাংলা ভাগের প্রসঙ্গ টেনে আনা হয়। আসুক বাংলা ভাগ করতে, কী করে রুখতে হয় দেখিয়ে দেব’।