• টিকিট কাউন্টার আর থাকছে না কলকাতা মেট্রোয়! কী ব্যবস্থা নিল কর্তৃপক্ষ? ...
    আজকাল | ২৯ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: 1 আগস্ট থেকে পার্পল এবং অরেঞ্জ লাইনে 'নো বুকিং কাউন্টার স্টেশন' চালু করতে চলেছে কলকাতা মেট্রো। পাইলট প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করা হচ্ছে কলকাতা মেট্রোয়। জানা গিয়েছে, পার্পল লাইনের তারাতলা, শখেরবাজার এবং অরেঞ্জ লাইনের কবি সুকান্ত স্টেশনে আপাতত এই ব্যবস্থা চালু করা হচ্ছে।

    এই স্টেশনগুলিতে যাত্রী সংখ্যা খুবই কম হওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ এই তিনটি স্টেশনকে ১ আগস্ট থেকে 'নো বুকিং কাউন্টার স্টেশন' করার সিদ্ধান্ত নিয়েছে। আগস্ট মাস থেকে এই স্টেশনগুলিতে টোকেন, নতুন স্মার্ট কার্ড বা স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য কোনও বুকিং কাউন্টার খোলা থাকবে না। যাত্রীদের স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থেকে টোকেন, স্মার্ট কার্ড এবং কাগজের কিউআর ভিত্তিক টিকিট কিনতে হবে।

    এই মেশিনগুলি থেকে স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে। ইতিমধ্যেই যাত্রীদের সুবিধার্থে বেশি করে মেশিন বসানো হয়েছে। টাকা দেওয়া যাবে ইউপিআইয়ের সাহায্যেও। এই তিনটি স্টেশনে ব্যবস্থা কেমন চলে তার ভিত্তিতে আগামী দিনে অন্যান্য স্টেশনেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)