• বার বার মৃত্যু,মদ্যপ অবস্থায় তাও সৈকতে পর্যটকরা, এবার কড়া পদক্ষেপ প্রশাসনের
    এই সময় | ২৯ জুলাই ২০২৪
  • রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। সেখানে দিন দিন বাড়ছে পর্যটকদের সংখ্যা। কিন্তু, গত তিন থেকে চার মাসে দিঘাতে একাধিক পর্যটকের তলিয়ে মৃত্যুর খবর সামনে এসেছে। রবিবার বিকেলে দিঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় দীপঙ্কর নন্দী (২৮) নামক এক পর্যটকের। এই ঘটনাগুলির পরেই পর্যটকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। সমুদ্র স্নানে যাতে কোনও বিপত্তি না হয় সেই জন্য এবার অতিরিক্ত নজরদারি গ্রহণের উদ্য়োগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।অনেক সময় দেখা যায় মদ্যপ অবস্থায় কিছু পর্যটক সমুদ্র স্নানে নামেন। এই ধরনের ঘটনার ক্ষেত্রে বিপদের আশঙ্কা অনেক বেশি থাকে। এই নিয়ে নিয়মিত প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে। কিন্তু, গত তিন মাসে একাধিক পর্যটকের তলিয়ে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

    দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সৌভিক ভট্টাচার্য জানান, দিঘায় দিন দিন পর্যটকদের সংখ্যা বাড়ছে। এই বিশাল সংখ্যক পর্যটকদের উপর নজরদারি চালানোর জন্য পর্যাপ্ত নুলিয়া নেই। সেই কারণে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ নুলিয়াদের সংখ্যা বাড়ানো এবং সমুদ্রে নজদারির জন্য বেশ কয়েকটি বোট নামানোর পরিকল্পনা নিয়েছে।

    একইসঙ্গে পর্যটকদের সচেতন করতে প্রচার অভিযানের সংখ্যাও আরও বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের মদ্যপান করার ক্ষেত্রে বাধা দিতে পারে না প্রশাসন। কিন্তু, মদ্যপ অবস্থায় দিঘার সমুদ্রে নামলে পর্যটকরাই বিপদে পড়তে পারেন, এই নিয়ে সচেতনতা প্রচার চালানো হয়েছে বিস্তর। এই জন্য মাইকিং করা হচ্ছে নিয়মিত। মানুষ সচেতন হলেই বিপদ এড়ানো সম্ভব বলে জানাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা।

    দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানান, যদি পর্যটকরা সচেতন না হন সেক্ষেত্রে সর্বত্র প্রশাসনের পক্ষেও নজরদারি চালানো কঠিন। প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের প্রাপ্ত মনস্ক হওয়ার ডাক দিয়েছেন তিনি। এখন দেখার অতিরিক্ত নুলিয়া নিয়োগ এবং সচেতনতা প্রচার চালিয়ে কি সুফল মিলবে!
  • Link to this news (এই সময়)