কৃষ্ণনগরে কলেজে পিস্তল হাতে টিএমসিপি নেতা! ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুলল কলেজ কর্তৃপক্ষ
এই সময় | ২৯ জুলাই ২০২৪
ফের একবার বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল! এবার অভিযোগ কৃষ্ণনগরের এক তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ ওরফে খালেক বেশ কয়েকদিন আগে দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে বন্দুক হাতে বসে ছিলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়োকে সামনে এনে এই দাবি করছে বিজেপি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। পাল্টা তৃণমূলের বক্তব্য, 'রাজনৈতিক চক্রান্ত' করা হচ্ছে গেরুয়া শিবিরের তরফে। শুধু তাই নয়, কলেজের ইউনিয়ন রুমটি সংস্কারের জন্য প্রায় এক বছর বন্ধ, এমনটাও দাবি করেছে রাজ্যের শাসক দল। গোটা ঘটনা নিয়ে ইমরান কৃষ্ণনগর সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন।সম্প্রতি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে একজনের হাতে পিস্তল দেখা যাচ্ছে। যদিও কোথায় তা শ্যুট হয়েছে এবং কার হাতে সেই পিস্তলটি রয়েছে তা ওই ভিডিয়োয় স্পষ্ট নয়। বিজেপির অভিযোগ কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ইমরান শেখ ওরফে খালেকের বিরুদ্ধে। জেলা বিজেপি নেতা সন্দীপ মজুমদার এই ভিডিয়ো প্রসঙ্গে বলেন, 'এটাই তৃণমূলের সংস্কৃতি। ছাত্রদের কাছে কলম থাকার কথা। আজ তাঁদের কাছে রিভলবার রয়েছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এল? তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। কলেজ কর্তৃপক্ষকে বলব ব্যবস্থা নিতে।'
যদিও তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি সম্রাট পাল দাবি করেছেন দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমটি সংস্কার কাজ চলার জন্য প্রায় এক বছর সময় ধরে বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, 'ভিডিয়োটি একাধিকবার দেখেছি। জায়গাটি যে তৃণমূলের পার্টি অফিস বা দলীয় কোনও কার্যালয়, তা কোথাও দেখা যাচ্ছে না। এমনকী, ইমরান শেখকেও কোথাও দেখা যাচ্ছে না। এই ভিডিয়োর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।'
তাঁর সংযোজন, 'ইমরানকে এই নিয়ে প্রশ্ন করেছিলাম। কিন্তু, ও জানিয়েছে সেখানে ছিল না। হতে পারে ওটা লাইটার। বিজেপি প্রমাণ করুক যে জায়গাটি কোনও ক্লাব। ওরা এক জনের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে ষড়যন্ত্র করছে।'
ইতিমধ্যেই এই ঘটনায় সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন ইমরান শেখ। এই ভিডিয়ো নকল বলে দাবি করেছেন তিনি। তাঁর সংযোজন, 'আমার রাজনৈতিক পরিচয় চক্রান্ত করার জন্য বৃহত্তর চক্রান্ত করা হচ্ছে।' উপযুক্ত পুলিশি পদক্ষেপের দাবি করেছেন তিনি। দ্বিজেন্দ্রলাল রায় কলেজে কি আদৌ কোনও ইউনিয়ন রুম রয়েছে? এই প্রসঙ্গে কলেজের প্রিন্সিপাল বাণীব্রত গোস্বামী বলেন, 'প্রায় পাঁচ থেকে সাত বছর কলেজে কোনও ইউনিয়ন রুম নেই। এই ভিডিয়ো কোথায় তোলা হয়েছে জানি না।'