এবার বিধানসভায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বয়কটের পথে হাঁটতে চলেছে বিজেপি। ‘ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা’ ফিরহাদের এই মন্তব্য নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনার অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র
সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দলনেতা বলেন, ‘দাওয়াত-এ-ইসলামের ডাক দেওয়া ফিরহাদ হাকিম, তাকে বিজেপির বিধায়করা প্রশ্ন করবে না। তার দফতর নিয়ে তাকে উদ্দেশ করে কিছু বলবে না। তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাঁর মন্তব্য প্রত্যাহার করেন কোনও আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়ে আমরা তাকে বয়কট করব। তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করব।’
সম্প্রতি মুসলিমদের একটি ধর্মীয় সভায় ফিরহাদ হাকিম বলেন, ‘ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িতে দিতে হবে। আল্লাহের রহমত আমাদের রয়েছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি। আর ইসলাম নিয়ে জন্মানো মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনও অপরাধ না করি ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতে পথ পরিষ্কার। কিন্তু আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়ত ও কোর আন শরিফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি তাহলে আমাদের জন্নতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নমাজ, আদব – কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে।’
তাঁর এই বক্তব্যের জন্য সোমবার ফিরহাদকে আইনি নোটিশ পাঠিয়েছেন কলকাতার মানিকতলার এক মহিলা। চিঠিতে তিনি লিখেছেন ফিরহাদের বক্তব্য তাঁকে আহত করেছে। নিজের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা না চাইলে ফিরহাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি।