• ময়নায় BJP নেতা খুনে অভিযুক্ত ৫ তৃণমূল কর্মীকে আগাম জামিন দিল না কলকাতা হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ২৯ জুলাই ২০২৪
  • বিধানসভা ভোট পরবর্তী হিংসায় পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মী খুনে অভিযুক্ত ৫ তৃণমূলকর্মীর আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের আবেদন খারিজ করে দেন। এর ফলে ৫ তৃণমূলকর্মীর গ্রেফতারির সম্ভাবনা আরও জোরদার হল।


    পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র

    ২০২৩ সালের ১ মে ময়নার বাকচায় খুন হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বোমা মেরে খুন করা হয় তাঁকে। পরদিন সকালে স্থানীয় একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় তাঁর দেহ। এই ঘটনার তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট জমা না দেওয়ায় তারা জামিন পেয়ে যায়। এর মধ্যে পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে চলতি বছর ৫ এপ্রিল এই ঘটনায় NIA তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এর পর আগাম জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হন ওই ঘটনায় অভিযুক্ত ৫ তৃণমূলকর্মী।

    সোমবার সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে মামলা এখন যে পর্যায়ে রয়েছে তাতে অভিযুক্তদের আগাম জামিন দিলে তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে।


    বলে রাখি, এই ঘটনার তদন্তে নিহত বিজয়কৃষ্ণবাবুর স্ত্রী ৩ অভিযুক্তকে সনাক্ত করেছেন। তিনি জানান, আমার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূলি গুন্ডারা। বোমা মারতে মারতে নিয়ে যায় ওরা। আমি পায়ে পড়ে কান্নাকাটি করলেও ওকে ছাড়েনি। এর পর ওকে নৃশংসভাবে খুন করে। আমরা বিজেপি করি এটাই অপরাধ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)