‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের জন্য ফিরহাদকে আইনি চিঠি,ক্ষমা না চাইলেই হবে মামলা
হিন্দুস্তান টাইমস | ২৯ জুলাই ২০২৪
মুসলিম হয়ে যারা জন্মগ্রহণ করে না তারা হতভাগ্য। এরকম প্রত্যেককে ইসলামে ধর্মান্তরিত করতে হবে। এই মন্তব্যের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে আইনি নোটিশ পাঠালেন এক মহিলার। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মন্ত্রীর ওই বক্তব্যে তিনি আহত হয়েছেন। ক্ষমা না চাইলে ফিরহাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
পড়তে থাকুন - পশ্চিমবঙ্গ থেকে যে কর সংগ্রহ হয় তার দ্বিগুণ টাকা ফেরত পাঠায় কেন্দ্র
সম্প্রতি মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িতে দিতে হবে। আল্লাহের রহমত আমাদের রয়েছে। আমরা ইসলাম নিয়ে জন্মেছি। আর ইসলাম নিয়ে জন্মানো মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনও অপরাধ না করি ইসলাম নিয়ে জন্মানো মানে জন্নতে পথ পরিষ্কার। কিন্তু আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়ত ও কোর আন শরিফের মানে বুঝতে পারেন, এবং একজনকেও যদি আমরা ইমান দিতে পারি তাহলে আমাদের জন্নতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নমাজ, আদব – কায়দা বেশিরভাগ মানুষেরই জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে।
মন্ত্রী ফিরহাদের এই মন্তব্যে তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই মহিলা। আইনি নোটিশে তিনি জানিয়েছেন, এজন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ফিরহাদকে। সঙ্গে প্রত্যাহার করতে হবে তাঁর ওই বক্তব্য। নইলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি।
ফিরহাদের মন্তব্য নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। ওদিকে এই ইস্যুতে কোণঠাসা তৃণমূলের দাবি, ওই বক্তব্য ফিরহাদের ব্যক্তিগত।