• ‌‌ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, এই লাইনে বন্ধ ট্রেন চলাচল
    আজকাল | ৩০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ অফিসের ব্যস্ত সময়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল। হাওড়া ডিভিশনের আমতা শাখায় ওভারহেড তারের উপর গাছের একটি ডাল ভেঙে পড়ায় বিপত্তি ঘটে। লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, সোমবার বিকেলের দিকে হাওড়া–আমতা শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বড়গাছিয়া স্টেশনের কাছে রেলের ওভারহেড তারের উপর গাছের ডাল ভেঙে পড়ে। ফলে তারটি ক্ষতিগ্রস্থ হয়।

    আপ লাইনে ট্রেন দাঁড়িয়ে যায় একের পর এক ট্রেন। ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়ারেরা। শুরু হয় লাইন মেরামতির কাজ। ঘটনার জেরে হাওড়া–আমতা শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। এদিকে, ট্রেন বন্ধ থাকায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ। অনেকেই রেল লাইনে বসে পড়েন। অনেকে লাইন ধরে হাঁটতে শুরু করেন। 

    ‌‌
  • Link to this news (আজকাল)