ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, এই লাইনে বন্ধ ট্রেন চলাচল
আজকাল | ৩০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: অফিসের ব্যস্ত সময়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল। হাওড়া ডিভিশনের আমতা শাখায় ওভারহেড তারের উপর গাছের একটি ডাল ভেঙে পড়ায় বিপত্তি ঘটে। লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, সোমবার বিকেলের দিকে হাওড়া–আমতা শাখায় ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটে। বড়গাছিয়া স্টেশনের কাছে রেলের ওভারহেড তারের উপর গাছের ডাল ভেঙে পড়ে। ফলে তারটি ক্ষতিগ্রস্থ হয়।