• স্যার, ভোলা’‌র হাত থেকে বাঁচান, গ্রামবাসীদের আবেদন মন্ত্রীকে ...
    আজকাল | ৩০ জুলাই ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: ‘‌যমালয়ে জীবন্ত মানুষ’‌ সিনেমাটা যারা দেখেছেন তাঁরা সকলেই ‘‌ভোলা’‌র সঙ্গে পরিচিত। সিদ্ধেশ্বর ওরফে সিধু’‌র পোষা একটি ষাঁড়। যার সঙ্গে যমপুরীতে দেখা হয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায় বা সিধু’‌র। তাঁর আদেশে যমরাজ, চিত্রগুপ্ত–সহ সকলকে গুঁতিয়ে যমপুরীর বাইরে বের করে দেয় ভোলা। এককথায় যমরাজকে নাকানি চোবানি খাইয়েছিল এই ষাঁড়। 

    ‌‌
  • Link to this news (আজকাল)