মিল্টন সেন, হুগলি,২৯ জুলাই: বৈদ্যবাটি থেকে তারকেশ্বর যাওয়ার প্রস্তুতি চলছিল। গঙ্গা থেকে জল তোলার আগে একটি দোকানে বসে খাওয়া দাওয়া করার সময় ঘটে বিপত্তি। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানের ছাদের চাঙড়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই এলাকার ছয় পূণ্যার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট সংলগ্ন একটি দোকানে। আহতরা আপাতত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। এদিন তারকেশ্বরের শ্রাবণী মেলায় যোগ দিতে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই থেকে নয় জন পূণ্যার্থীর একটি দল আসে বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাটে। রীতি অনুযায়ী নিমাই তীর্থ ঘাট থেকে গঙ্গাজল তুলতে যান পূণ্যার্থীরা।