• হাসিমুখে ফিরবে কৃষ্ণেন্দু, চিকিৎসার জন্য পাশে চন্ডীতলা প্রকৃতি ...
    আজকাল | ৩০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফিরে আসবে কৃষ্ণেন্দু। সুস্থ হয়ে। হাসিমুখে, আমাদের মাঝে। আমরা আছি তোমার পাশে। রবিবার বিকেলে হুগলির ডানকুনি গরলগাছায় সমস্বরে একথা বলে উঠলেন এক ঝাঁক সমাজ দরদি। যাঁদের মাঝে কৃষ্ণেন্দু ব্যানার্জি নামে এক শিক্ষক।‌ যিনি আক্রান্ত রক্তের ক্যান্সার বা লিউকোমিয়ায়। তাঁর জন্য এগিয়ে এসেছে চন্ডীতলা প্রকৃতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার তাঁর চিকিৎসার জন্য তারা প্রকাশ করল একটি 'ডোনেশন কার্ড'। 

    সংগঠনের সভাপতি ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন, 'কৃষ্ণেন্দু আমাদের ভাই ও বন্ধু। ওর বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট করতে হবে। ব্যক্তিগতভাবে অনেকেই আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।‌কিন্তু এর জন্য দরকার অনেক টাকা। আমরা ঠিক করেছি কৃষ্ণেন্দুর জন্য নামী শিল্পীদের নিয়ে একটি সঙ্গীতানুষ্ঠান করব। অনুষ্ঠানের টিকিটটাই তাই একটা ডোনেশন কার্ডের মতো করা হয়েছে।‌ রবিবার সেই কার্ডটাই প্রকাশ করা হল।' 

    যদিও এটাই প্রথম নয়। চন্ডীতলা প্রকৃতি'র তরফে এর আগেও এধরনের সমাজসেবামূলক অনেক কাজই করা হয়েছে। জানালেন উদ্যোক্তারা। 

    নিজে কৃষ্ণেন্দু কী বলছেন? না, কোনও কথা নেই তাঁর মুখে।‌ কৃতজ্ঞতায় ভরা দৃষ্টি নিয়ে সকলের দিকে দেখছিলেন। কারণ, তাঁকে জীবন আবার শুরু করতে হবে নতুন করে। জয় করতে হবে সব বাধা। আর সেই জন্যই গেয়ে উঠলেন সকলে, 'উই শ্যাল ওভারকাম-কৃষ্ণেন্দু শ্যাল ওভারকাম অ্যান্ড কৃষ্ণেন্দু ইজ নট অ্যালোন।'
  • Link to this news (আজকাল)