• দুর্গাপুজোয় রাজ্যে আসবেন মোদী? দেখা করে আমন্ত্রণ জানালেন বাংলার BJP সাংসদরা
    আজ তক | ৩০ জুলাই ২০২৪
  • বাংলায় দুর্গাপুজোর উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার বিজেপি সাংসদরা দুর্গাপুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। আজ বাংলার ১২ জন বিজেপি সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। সাংসদরা প্রধানমন্ত্রীকে অনেক উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী সবাইকে নিজ নিজ লোকসভা আসনে ভালভাবে কাজ করার পরামর্শ দেন।

    বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলার বিজেপি সাংসদরা সোমবার মোদীর সঙ্গে দেখা করেন। দুর্গাপুজোয় প্রধানমন্ত্রীকে বাংলায় আসার আমন্ত্রণ জানিয়েছেন সুকান্ত মজুমদার-সহ অন্যান্য সাংসদরা। প্রধানমন্ত্রী বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে সাংসদদের সঙ্গে আলোচনা করেছেন।

    ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপি মাত্র দুটি আসন পেয়েছিল। ২০১৯ সালে আসন সংখ্যা পৌঁছে যায় ১৮-তে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭০টিরও বেশি আসনে জয়ী হওয়ার পরে বিজেপি ২০২৪ সালে সংখ্যাগরিষ্ঠ আসন দখল নেওয়ার স্বপ্ন দেখেছিল। যদিও তারা মাত্র ১২টি আসনে জেতে।
  • Link to this news (আজ তক)