• ওভারহেডের তার ছিঁড়ে হাওড়া-আমতা শাখায় ব্যাহত ট্রেন চলাচল, অবরোধ ক্ষুব্ধ যাত্রীদের
    প্রতিদিন | ৩০ জুলাই ২০২৪
  • সুব্রত বিশ্বাস: ব্যস্ত সময়ে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। হাওড়া-আমতা শাখায় ব্যাহত ট্রেন চলাচল। এরই জেরে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা। টিকিয়াপাড়ায় রেল অবরোধে শামিল যাত্রীদের একাংশ। সব মিলিয়ে চূড়ান্ত ভোগান্তির শিকার আমজনতা।

    বিভিন্ন শাখায় ট্রেন পরিষেবা নিয়ে ভোগান্তি লেগেই রয়েছে। সোমবার বিকেলে হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনের কাছে ওভারহেডের তার ছিড়ে যায়। যার জেরে থমকে যায় রেল পরিষেবা। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। এদিকে স্টেশনগুলোতে বাড়তে থাকে যাত্রীদের ভিড়। রেলের ইঞ্জিনিয়াররা মেরামতির কাজ শুরু করেন তড়িঘড়ি। এদিকে রেল পরিষেবা ব্যাহত হওয়ায় বিভিন্ন স্টেশনে থাকা যাত্রীরা ক্ষোভে ফুঁসতে শুরু করেন। ব্যস্ত সময়ে ট্রেন চলাচল বিঘ্ন ঘটায় টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ। রেল লাইনে বসে পড়েন তাঁরা।

    ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে যায়। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও চলছে বিক্ষোভ-অবরোধ। যাত্রীদের কথায়, “দিনের পর দিন একই ঘটনা ঘটেছে। প্রায় রোজদিনই রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হচ্ছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে রেলকে ব্যবস্থা নিতে হবে।”
  • Link to this news (প্রতিদিন)