নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জল্পেশে শিবের মাথায় জল ঢালতে এসে মিরিকে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিবভক্তের। মৃত ব্যক্তির নাম সুকদেব দাস (৪৯)। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন গাড়িতে থাকা ২৬ জন। কয়েকজন গুরুতর জখমকে উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের মিরিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার মিরিক ব্লকের গয়াবাড়ি তিনশ গোলাইমোড় এলাকায়। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তি ও গাড়িতে থাকা সকলেই কোচবিহারের ফলিমারির বাসিন্দা।
এদিকে, গাড়িটি দুর্ঘটনার কবলে পড়তেই ট্রাফিকের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে ট্রাফিক আইনের তোয়াক্কা না করেই একটি পিকআপ ভ্যানে চালক সহ ২৭ জন যাত্রী জল্পেশ হয়ে মিরিকে পৌঁছল সেই বিষয়েও প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, ২৬ জন শিবভক্তকে নিয়ে রবিবার সকালে কোচবিহারের ফলিমারি থেকে গাড়িটি ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের উদ্দেশে রওনা হয়। গাড়িটি ওইদিন বিকেল নাগাদ জল্পেশ মন্দিরে পৌঁছয়। ভোররাতে বাবা শিবের মাথায় জল ঢেলে ভক্তরা ওই গাড়িতে করেই মিরিকে ঘুরতে যাওয়ার উদ্দেশে রওনা হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ গাড়িটি আচমকাই পাহাড়ের বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়েন। ঘটনার প্রত্যক্ষদর্শী বুধেন লামা বলেন, গাড়িটি রাস্তার বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে সকলেই ঠাসাঠাসি করে ছিলেন। সামনের সিটেও চার-পাঁচ জন ছিলেন। ফলে পাহাড়ের রাস্তায় চালকের গাড়ি চালাতে অসুবিধার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
দুর্ঘটনার পরই কয়েক জন জখমকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে আসার পর মাটিগাড়া ব্লক অফিসের একটি দল মেডিক্যালে পৌঁছয়। মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, জখমদের চিকিৎসায় সব ধরনের সাহায্য করা হচ্ছে। আমাদের একটি দল সেখানে রয়েছে। নিজস্ব চিত্র।