নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি কর্মী খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। পঞ্চায়েত ভোটের সময় বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ তোলা হয়। সেই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পাঁচ অভিযুক্ত। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ হয়ে গেল।