• মিলে গেল হাওয়া অফিসের ভবিষ্যদ্বাণী, দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি
    এই সময় | ৩০ জুলাই ২০২৪
  • প্রায় দেড় মাস আগে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল জুলাই মাসের শেষের দিকে আশানুরূপ বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ। এমনকী সোমবার থেকে বৃষ্টি বাড়তে পারে এমনটাও পূর্বাভাস দেওয়া হয়েছিল। আর বাস্তবে দেখাও দেল তেমনটাই। এদিন রাত থেকেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়তে শুরু করেছে বৃষ্টি, যা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থায় থাকায় জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানাচ্ছে, জুলাইয়ের শেষ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরআলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ মঙ্গলবার রাজ্যের সব জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতি ও শুক্রবারও রাজ্যের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারমধ্যেও প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর রবিবাও সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও, সেদিন বেশকিছুটা পরিমাণ কমতে পারে।

    কলকাতায় কেমন আবহাওয়া?এদিকে এদিন শহর কলকাতাতে আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদির শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

    উত্তরের ওয়েদার রিপোর্টএদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। এরপর বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যা বজায় থাকবে শনিবার পর্যন্ত। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
  • Link to this news (এই সময়)