মুর্শিদাবাদ থেকে বর্ধমান যাওয়ার রাস্তাতে ধান চাষ করতে হবে, কেন এমন দাবি!...
আজকাল | ৩০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : মুর্শিদাবাদের সঙ্গে বর্ধমান জেলার সংযোগকারী প্রধান রাস্তা , কান্দি-কাটোয়া রাজ্য সড়ক বেহাল অবস্থায় পড়ে থাকলেও এই রাস্তা কবে ঠিক হবে তা স্থানীয় বাসিন্দাদের জানা নেই। সালার স্টেশন থেকে সালার দ্বিতীয় রেলগেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকলেও কোন দপ্তর কবে এই রাস্তা সংস্কার শুরু করবে তা এখন এলাকার সমস্ত মানুষের কাছে বড় প্রশ্ন।
মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা ভরতপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মুস্তাফিজুর রহমান বলেন ,"রাস্তার খারাপ অবস্থার বিষয়টি ইতিমধ্যে আমাদের দলের জেলা সভাপতি অপূর্ব সরকার পূর্ত দপ্তরের নজরে এনেছেন। পূর্ত দপ্তরের তরফে চারদিন আগে রাস্তার 'মেসারমেন্ট' হয়ে গেছে। তবে দপ্তর যদি রাস্তা মেরামতির কাজ শুরু করতে দেরি করে আমরা স্থানীয়ভাবে কিছু কিছু জায়গা মেরামত করার সিদ্ধান্ত নিয়েছি। "