• বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী, কাকভোরে ইডি-হানা, কে এই ব্যবসায়ী ? ...
    আজকাল | ৩০ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে ইডির হানা। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা এবার হানা দিল বসিরহাটের ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি ও বাড়ির পাশে একটি রাইস মিলে। 

    সিআইডি সূত্রে জানা গিয়েছিল, প্রায় এক ডজন ইটভাটার মালিক বারিকের স্পঞ্জ আয়রন কারখানাও আছে। অভিযোগ, আসানসোল থেকে চোরাই কয়লা কিনে এই কারখানাগুলিতে ব্যবহার করত বারিক। বিদেশেও বারিকের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে বলেই ইডি'র অনুমান।
  • Link to this news (আজকাল)