বাংলা ভাগ নিয়ে সরব বিজেপি, বিধানসভায় নিন্দাপ্রস্তাব আনছে তৃণমূল...
আজকাল | ৩০ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক : পৃথক কোচবিহার থেকে শুরু করে উত্তরবঙ্গ, আবার কখনও মুর্শিদাবাদ-মালদাকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা দাবি। বাংলা ভাগ নিয়ে রাজ্যে সরব বিজেপি বিধায়করা। সোমবার বিধানসভায় এবিষয়ে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার বাংলা ভাগ নিয়ে নিন্দাপ্রস্তাব আনতে চলেছে তৃণমূল পরিষদীয় দল।
এবিষয়ে আগামী সোমবার আলোচনা হবে। সোমবারই এবিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এবিষয়ে সরব হন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি। তিনি জানান, বিজেপির একাধিক নেতা বলছেন বাংলা ভাগ চাই। অন্যদিকে অন্য বিজেপি নেতারা বলছেন ভাগ নয়। যদি তাঁরা সত্যি ভাগের বিরোধিতা করেন তাহলে তাঁরা সদনে আসুন। আলোচনায় বসুন। আপনারা অনাস্থা আনতেই পারেন। কিন্তু তার একাধিক নিয়ম আছে। প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন ৫ আগস্ট পর্যন্ত চলছে। ততদিন এবিষয় কোন দিকে গড়াবে সেটাই দেখার।