• কবি সুভাষ-রুবি রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা, পরিবর্তন সময়সূচিরও
    এই সময় | ৩০ জুলাই ২০২৪
  • মেট্রো যাত্রীদের জন্য সুখবর! কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবায় বড় পরিবর্তন। ‘অরেঞ্জ’ লাইনে সময়সূচি পরিবর্তন করা হল। এই লাইনে এবার থেকে সপ্তাহে পাঁচ দিনের জায়গায় ছয়দিন মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ফলত, দুটি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান কমতে চলেছে।বাড়ছে মেট্রোর সংখ্যা

    মেট্রো রেল সূত্রে খবর, আগামী ৫ অগস্ট থেকে ‘অরেঞ্জ’ লাইনে আপ এবং ডাউন লাইনে ৩৭টি করে মোট ৭৪টি পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর সংখ্যা বাড়ানোর জন্য দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমতে চলেছে। অফিস যাত্রীদের জন্য যা অনেকটাই সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।

    বদল হচ্ছে সময়সূচি

    মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি মেট্রোর সময়সূচির পরিবর্তন করা হচ্ছে। এতদিন এই লাইনে সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়তো। কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায়, দু’দিক থেকেই প্রথম মেট্রোর সময় ছিল সকাল নটা। নিত্যযাত্রীদের কথা মাথায় রেখেছে সেই সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। দু’দিক থেকেই এবার প্রথম মেট্রো ছাড়বে সকাল আটটা থেকে। এমনকী, শেষ মেট্রোর সময় বর্ধিত করা হচ্ছে। আগে এই লাইনে শেষ মেট্রো পাওয়া যেত বিকেল ৪.৪০ মিনিটে। কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় দু’দিক থেকেই এবার শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। রুবি থেকে গড়িয়া দুই দিকেই অফিস যাত্রীদের অনেকটাই সুবিধা মিলবে। সোম থেকে শনি এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে। রবিবার এই লাইনে মেট্রো চলবে না।

    মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘এই লাইনে মেট্রোর পরিষেবা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই আমাদের কাছে অনুরোধ আসছিল। এই লাইনের কাছে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, হাসপাতাল আছে। স্বভাবতই, প্রচুর ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাঁদের কথা মাথায় রেখেই মেট্রোর সংখ্যা বাড়ানো হল। পাশাপাশি, মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হল।’
  • Link to this news (এই সময়)