• মাঝ আকাশে বিভ্রাট, উড়ান শুরুর ৫ মিনিটের মধ্যে বাগডোগরায় ফিরল দিল্লিগামী বিমান
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৪
  • বাগডোগরা থেকে দিল্লিগামী বিমানে বিপত্তি।দিল্লির উদ্দেশ্যে উড়ান শুরু করার পরেও কয়েক মিনিটের মধ্যেই বাগডোগরায় ফিরে এল বিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশ থেকে পুনরায় বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। যদিও কোনও রকমের দুর্ঘটনা ছাড়াই অবতরণ করে বিমানটি। তবে এদিনের ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একইসঙ্গে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। পরে অন্য বিমানে করে যাত্রীদের দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করা হয়।


    বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, স্পাইসজেটের বিমানটিতে ১৬০ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের নিয়ে সকাল ১০ঃ১৫ টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি। কিন্তু, উড়ান শুরু করার মাত্র ৫ মিনিটের মধ্যেই দেখা দেয় বিপত্তি। বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন ত্রুটি লক্ষ করায় তড়িঘড়ি বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হলে পুনরায় বিমানটি বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করে।

    ঘটনায় যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছে বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বিমানটি অবতরণ করার পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয়। পরে বিমানটিতে কী সমস্যা হয়েছে তা খতিয়ে দেখেন ইঞ্জিনিয়াররা। বিমানবন্দর সূত্রে জানা যাচ্ছে, যাত্রীদের অন্য বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে যাত্রীদের বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। মাঝ আকাশে কোনও দুর্ঘটনা না ঘটায় হাঁফ ছেড়ে বেঁচেছেন যাত্রীদের অনেকে। তাদের বক্তব্য, দেরি হলেও সমস্যা নেই। তবে মাঝপথে বিপদ হলে কারও কিছুর করা থাকত না। এমনকি প্রাণহানিও ঘটতে পারতো। তাই জীবনের ঝুঁকি না নিয়ে বিমানটি অবতরণ করায় হাঁফ ছেড়ে বেঁচেছেন অনেক যাত্রী। 

    যদিও এই ঘটনায় বিমান কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় যাত্রীদের একাংশ। তাদের বক্তব্য, বিমান উড়ান শুরু করার আগে ঠিকমতো পরীক্ষা করা হয়নি। ঠিকমতো পরীক্ষা করা হলে বিমানে ত্রুটি ধরা পড়তো। কিন্তু, তা না করে বিমান উড়ান শুরু করা একেবারেই উচিত হয়নি। তবে ঘটনার জেরে বেশ দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)