• মা ও তার প্রেমিককে দিয়ে কাকার বাড়িতে ডাকাতি করালো ভাইঝি, একটা ভুলেই সব ফাঁস
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৪
  • ভর সন্ধ্যায় ডাকাতির গল্প ফেঁদেও হল না শেষ রক্ষা। ডাকাতির গল্প বানিয়ে কাকার বাড়ির থেকে প্রায় ১১ লক্ষ টাকা লুঠের অভিযোগে ভাইঝি, তার মা ও মায়ের প্রেমিককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা ক্যানিংয়ের।


    পড়তে থাকুন - ‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের জন্য ফিরহাদকে আইনি চিঠি,ক্ষমা না চাইলেই হবে মামলা

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা বেলায় ক্যানিংয়ের দিঘিরপাড় এলাকার বাসিন্দা বিমল প্রামাণিকের বাড়িতে ডাকাতি হয়। ওই বাড়িতে বিমলবাবুর সঙ্গে থাকতেন তাঁর মা ও বিবাহিত ভাইঝি। পেশায় ক্ষৌরকার বিমলবাবু ব্যাঙ্কে টাকা রাখেন না। টাকা তিনি রাখেন নিজের বাড়ির আলমারিতে। সেকথা জানতেন ভাইঝি রেখা প্রামাণিক। ৩ বছর ধরে কাকার বাড়িতে থাকার সুবাদে খুঁটিনাটি জেনে নিয়েছিল সে।

    বিমলবাবু জানান, সোমবার সন্ধ্যায় তিনি যখন ক্যানিং বাজারে দোকানে চুল কাটছেন তখন জানতে পারেন তাঁর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি যখন হয়েছে তখন পাশের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন তাঁর মা। বাড়িতে ছিলেন একমাত্র ভাইঝি। তিনি জানান, তাঁর হাত – পা বেঁধে ডাকাতরা আলমারি থেকে সব টাকা লুঠ করে নিয়ে গিয়েছে। তদন্তে নামে পুলিশ।

    তদন্তের শুরুতেই পুলিশের খটকা লাগে। কারণ বিমলবাবু বাড়িতে এমন এমন জায়গায় টাকা রেখেছিলেন যা আগে থেকে না জানলে খুঁজে বার করা সম্ভব নয়। এর পরই রেখাকে জেরা করেন পুুলিশ আধিকারিকরা। জানতে পারেন, তিনি স্বামীর সঙ্গে থাকেন না। এমনকী রেখার মা সারথী প্রামাণিকও তাঁর স্বামীর সঙ্গে থাকেন না। তিনি বাপি মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে আলাদা ভাড়া বাড়িতে থাকেন। যার নাম আবার আগে থেকেই পুলিশের খাতায় রয়েছে। এর পর এই ঘটনায় যে বাপি মোল্লার যোগ রয়েছে তা বুঝতে দেরি হয়নি পুলিশের। 


    লাগাতার জেরার মুখে রেখা জানায়, ফাঁকা বাড়িতে কাকার সব টাকা লুঠ করেছে মা ও তার প্রেমিক। এর পর ঘটকপুকুরে সারথী প্রামাণিকের ভাড়া বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। সেখান থেকে ১০ লক্ষ ৫৮ হাজার টাকা ও ইলেক্ট্রিক ড্রিল উদ্ধার করেন তাঁরা। গ্রেফতার করা হয়েছে রেখা, সারথী ও বাপি মোল্লাকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)