• ‘বিধানসভাকে দলীয় সভায় পরিণত করেছেন’, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল BJP
    হিন্দুস্তান টাইমস | ৩০ জুলাই ২০২৪
  • পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা আনল রাজ্যের বিরোধী দল বিজেপি। মঙ্গলবার বিধানসভার সচিবের সঙ্গে দেখা করে বিমানবাবুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন শুভেন্দু অধিকারীসহ বিরোধী বিধায়করা। শুভেন্দুবাবু জানিয়েছেন, পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা এনেছেন তাঁরা।


    পড়তে থাকুন - ‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের জন্য ফিরহাদকে আইনি চিঠি,ক্ষমা না চাইলেই হবে মামলা

    এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘এই বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করা হয়েছে। দলের বিধানসভায় পরিণত করা হয়েছে। আমরা ফিরহাদ হাকিমের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদ করেছিলাম। আমাদের মুলতুবি প্রস্তাব পড়তে দেওয়া হয়নি। উলটে আমাদের প্রতিবাদ ও স্লোগান দেওয়াকে বাধা দেওয়ার জন্য উল্লেখপর্বে ২ মিনিটের বেশি বলার সুযোগ কেউ পান না। লোকসভা ভোটে যিনি দাঁত কেলিয়ে তৃণমূলের প্রচার করে বেরিয়েছেন তাঁকে স্পিকার বলছেন বিজেপির সদস্য। তিনি বক্তব্য রাখছেন। যাহা মুখ্যমন্ত্রী তাহাই বিমানদা। কয়েনের এপিঠ আর ওপিঠ। তাই এই অধ্যক্ষের অপসারণ চাই। এই দলতন্ত্রের হাত থেকে মুক্তি চাই।’

    পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরোধীদের পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। দলবদলকারী একাধিক বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগে তিনি গড়িমসি করেছেন। এমনকী মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ না করায় তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। শুধু তাই নয়, রাজ্য বিধানসভায় চক্ষুলজ্জার পরোয়া না করে তিনি শাসকদল তৃণমূলের প্রতি পক্ষপাতিত্ব করেন বলে অভিযোগ বিরোধীদের। বিধানসভায় সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।


    বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বলেন, স্পিকার পদকে কালিমালিপ্ত করছেন বিমান বন্দ্যোপাধ্যায়। ওনার মতো প্রবীণ আইনজীবীকে এটা মানায় না। বিজেপি সদনের অভ্যন্তরে বারবার স্পিকারের পক্ষপাতিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করলেও লাভ হয়নি। এবার সরাসরি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনল তারা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)