• নদীতে স্নান করার সময় আচমকা চিতাবাঘের হামলা, মালবাজারে আহত শিশু সহ ৭, ভর্তি হাসপাতালে ...
    আজকাল | ৩১ জুলাই ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: জলপাইগুড়ি জেলার মালবাজারের নেপুচাপু চা বাগান সংলগ্ন এলাকায় চিতাবাঘের হামলায় ৭ জন জখম হলেন। এদের মধ্যে দুই জনের চোট গুরুতর। জানা গিয়েছে, নেপুচাপু চা বাগানের ডিভিশনে কীটনাশক স্প্রে'র কাজ চলার সময় একটি চিতাবাঘ বাগানের নালা থেকে বেড়িয়ে আসে। শ্রমিকদের তাড়া খেয়ে বাঘটি পাশের কুমলাই নদীর দিকে ছুটে যায়। নদীতে তখন বেশ কিছু লোক স্নান করছিলেন, কয়েকজন মাছ ধরার জন্য নদীর পাড়ে বসে ছিলেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই চিতাবাঘটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।

    কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা ওই এলাকারই বাসিন্দা সুনিতা মুন্ডা জানান, 'মঙ্গলবার দুপুরে চিতাবাঘের হামলায় শিশু-কিশোর সহ ৭ জন জখম হয়েছেন। চিতাবাঘটিকে ধরার জন্য আমরা বনদপ্তরকে তৎপর হতে বলব।' চিতাবাঘের হামলার খবর শুনে বনদপ্তরের মালবাজার ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, জলপাইগুড়ি ও গরুমারা ডিভিশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বনকর্মীরা কুমলাই নদীতে নৌকা নামিয়ে চিতাবাঘটির খোঁজ শুরু করেন। নেপুচাপু চা বাগানে চিতাবাঘ ধরার দুটি খাঁচা পাতা হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)