• শেষরক্ষা হল না, আঙুলে হীরা বসানো আংটিই চিনিয়ে দিল 'ডাকাতরানিকে'...
    আজকাল | ৩১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাড়িতেই লুঠপাট করে গ্রেপ্তার মা ও মেয়ে। লুঠের সঙ্গী তাদের মায়ের বয়ফ্রেন্ডকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যানিং থানার পুলিশের হাতে ধৃত অভিযুক্ত মা সারথী প্রামাণিক, মেয়ে রাখি এবং বয়ফ্রেন্ড বাপি মোল্লা বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে এই ঘটনা ঘটে। তদন্ত করে রাতেই পুলিশ গ্রেপ্তার করে এই তিনজনকে। উদ্ধার হয়েছে লুঠের ৯ লক্ষ ৮০ হাজার টাকা। মঙ্গলবার ধৃতদের তিনজনকেই আদালতে পেশ করেছে পুলিশ। জেরা করে জানতে চাইবে অন্য কোথাও তারা লুঠ করেছে কিনা। 

    অথচ তার আঙুলের হীরার আংটি নিয়ে যায়নি। দ্বিতীয়ত, কত টাকা ডাকাতি হয়েছে জিজ্ঞেস করায় সে জানায় আড়াই থেকে তিন হাজার টাকা। এত কম টাকা লুঠ শুনে আমাদের সন্দেহ হয়। তৃতীয়ত, তরুণী দাবি করেছে তাকে বেঁধে লুঠ করা হয়েছে অথচ তার গায়ে বাঁধার কোনও চিহ্ন নেই।' শেষপর্যন্ত জেরায় জেরায় রাখি প্রামাণিক ভেঙে পড়ে এবং পুলিশের কাছে জানায় মায়ের জমি কেনার জন্য তার কাকার ঘরে এই লুঠপাট চালিয়েছে। রাতেই পুলিশ হানা দেয় ঘটকপুকুরে তরুণীর মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে যেখানে থাকত সেই বাড়িতে। উদ্ধার হয় লুঠের টাকা এবং যে ইলেকট্রিক ড্রিল মেসিন দিয়ে আলমারি ভাঙা হয়েছিল সেই মেশিনটি‌। ভাঙার সময় বাপির হাত কেটে রক্ত লেগে গিয়েছিল আলমারির গায়ে। প্রমাণ হিসেবে ওই আলমারিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
  • Link to this news (আজকাল)