ঠান্ডা মাথায় নৃশংস খুন! বাবা ও সৎ মাকে খুনের দায়ে ছেলেকে ফাঁসির সাজা জেলা আদালতের ...
আজকাল | ৩১ জুলাই ২০২৪
মিল্টন সেন, হুগলি: ঠান্ডা মাথায় নৃশংস খুন। গলা কেটে বাবা এবং সৎ মাকে খুন করেছিল ছেলে। মঙ্গলবার সেই অভিযোগে অভিযুক্ত নীলকান্ত সাহাকে ফাঁসির নির্দেশ দিয়েছেন হুগলি জেলার প্রথম অতিরিক্ত সহকারি দায়রা আদালত শ্রী সঞ্জয় শর্মা। গত বুধবার নীলকান্তকে দোষী সাব্যস্ত করে জেলা আদালত।
গত ১৫ মার্চ ২০২৩ এই মামলায় ৩০২ ধারায় চার্জ গঠন করে পুলিশ। মোট ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন সরকারি আইনজীবী। খুব দ্রুততার সঙ্গে মামলা পরিচালনা করে ২৪ জুলাই ২০২৪ সব সাক্ষ্য বিচার করে হুগলি জেলার প্রথম অতিরিক্ত সহকারি দায়রা বিচারক শ্রী সঞ্জয় শর্মা আসামি নীলকান্তকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছেন। এদিন অভিযুক্ত নীলকান্ত সাহাকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়। সাজা ঘোষণার পর অভিযোগকারী বাড়িওয়ালা রামকৃষ্ণ সাহা বলেছেন, এই সাজা সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করবে। ছবি পার্থ রাহা।