পুজোর আগেই সুখবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত বাড়ছে মেট্রোর সংখ্যা, ক'টা পর্যন্ত চলবে? ...
আজকাল | ৩১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুজোর আগেই মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী মাসের শুরু থেকেই নিউ গড়িয়া থেকে রুবি রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। বাড়ছে সময়সীমাও। তবে আগে নিয়ম মেনে, রবিবার এই রুটে মেট্রো চলাচল বন্ধ থাকবে। এবার থেকে সপ্তাহে ছ'দিন মেট্রো চলবে এই রুটে।
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দু'দিক থেকেই প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে সকাল ৮টায় ছাড়বে। শেষ মেট্রো বিকেল ৪টে ৪০ মিনিটের পরিবর্তে রাত ৮টায় ছাড়বে। ২০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। বর্তমানে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রুটে মেট্রো চলে। আগামী মাস থেকে শনিবারেও মেট্রো চলবে।