'মেরে পা ভেঙে দেব', দুই বিধায়ককে হুমকি দিয়ে ফের বিতর্কে হুমায়ুন কবীর ...
আজকাল | ৩১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ফের একবার বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের মুর্শিদাবাদ-মালদহ এবং বিহার-ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়ে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির দাবির পক্ষে সওয়াল করার জন্য মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ এবং বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন)কে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন হুমায়ুন কবীর।
বহরমপুর বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র বলেন, 'উনি অসীম ক্ষমতার বলে বলিয়ান। আমাদেরকে উনি প্রাণেও মেরে ফেলতে পারেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার দলেরই এক বিধায়ক অন্য দলের নির্বাচিত বিধায়ককে হুমকি দিচ্ছেন আপনি কি ব্যবস্থা নেবেন? হুমায়ুন কবীরের এই হুমকিতে আমরা বিচলিত নই। আমি একাই চলি। কোনও নিরাপত্তা নিই না। মুর্শিদাবাদ এবং মালদহ জেলাতে অবৈধ অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে আমার এই বক্তব্য থেকে এক চুলও সরছি না।'