সামাজিক বৈষম্য দূর করাই লক্ষ্য, যৌনকর্মীদের সন্তানদের জন্য চালু হল ফুটবল প্রশিক্ষণ শিবির ...
আজকাল | ৩১ জুলাই ২০২৪
তীর্থঙ্কর দাস: ২০০৬ সালে যৌনকর্মীদের সন্তানদের নিজস্ব সংগঠন 'আমরা পদাতিক' শুরু হয়। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যৌনকর্মীদের সন্তানদের সামাজিক বৈষম্য এবং অবহেলা থেকে দূর করা। ২০১৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয় 'আমরা পদাতিক' ফুটবল লিগ। পশ্চিমবঙ্গের ১৬ টি যৌনপল্লীর যৌনকর্মীদের সন্তানদের নিয়ে ১৬টি দলে অনুষ্ঠিত হয় লিগ। যদিও করোনা মহামারীর পর এই লিগ বন্ধ হয়ে যায়। পুনরায় শুরু হতে চলেছে এই লিগ। ভবিষ্যতে যৌনপল্লী থেকে ফুটবলার তৈরি হয় সেদিকে এবার নজর 'আমরা পদাতিকের'।
সম্প্রতি জানুয়ারি মাসে কালীঘাটের যৌনপল্লীতে যৌনকর্মীদের সন্তানদের জন্য খোলা হয়েছে স্কুল। বিনামূল্যে শিক্ষা দিয়ে যৌনকর্মীদের সন্তানদের সমাজে ফিরিয়ে আনাই লক্ষ্য ' আমরা পদাতিকের'।