• ডায়মন্ড হারবারে অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে বহু যাত্রী
    এই সময় | ৩১ জুলাই ২০২৪
  • সপ্তাহের ব্যস্ত দিনে ডায়মন্ড হারবারে রেল অবরোধ। বুধবার সকাল থেকে রেল লাইনের উপর স্ল্যাব ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, ডায়মন্ড হারবার শিয়ালদা শাখায় ট্রেন অনেক সময় স্বাভাবিকের থেকে দেরিতে চলছে। আর সেই জন্য সময়ে তাঁরা গন্তব্যে পৌঁছতে পারছেন না। এই সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে এ দিনের অবরোধ কর্মসূচি বলে জানান বিক্ষোভরতরা। ফলে আংশিক ব্যাহত ট্রেন চলাচল।এই বিক্ষোভের জেরে বুধবার কর্মব্যস্ত দিনে চরম হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। অফিস, কলেজ পৌঁছনোর জন্য অনেকেই ট্রেনের উপর নির্ভর করেন। কিন্তু, এই অবরোধের জেরে ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে। ফলে কী ভাবে তাঁরা গন্তব্যে পৌঁছবেন? তা নিয়ে চিন্তার ভাঁজ একাধিক যাত্রীর কপালে।

    তাপস রায় নামক এক নিত্যযাত্রী বলেন, ‘অভিযোগ থাকতে পারে। কিন্তু, অফিস টাইমে অন্যের অসুবিধা করে অবরোধ ঠিক নয়। এর ফলে অনেককেই ভোগান্তি পোহাতে হবে।’ যদিও নিজেদের অবস্থানে অনড় অবরোধকারীরা। এক অবরোধকারী বলেন, ‘গত দেড় মাস ধরে প্রতিদিন ট্রেন দেরি করছে। ফলে আমরা সময়ে অফিসে পৌঁছতে পারছি না। আমাদের টাকা কেটে নেওয়া হচ্ছে।’ অপর এক বিক্ষোভকারী বলেন, ‘কোনও কোনও দিন ট্রেন ৪০ থেকে ৫০ মিনিট লেটে ট্রেন আসছে। ফলে সময়ে কাজে যেতে পারছি না।’

    রেলের তরফে জানানো হয়েছে, অবরোধ তোলার বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক হয়, সেই চেষ্টা করা হচ্ছে। বিক্ষোভকারীদের ট্রেন দেরিতে চলার অভিযোগ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘অভিযোগ নির্দিষ্ট নিয়ম মেনে জানানো যায়। এভাবে ট্রেন চলাচল ব্যাহত করে অবরোধ করা ঠিক সিদ্ধান্ত নয়। আরও পাঁচ জনকে বিপদে ফেলে এভাবে অবরোধ কাম্য নয়।’ অবরোধ উঠলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে রেল সূত্রে খবর। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে? সেই দিকে তাকিয়ে যাত্রীরা।
  • Link to this news (এই সময়)