আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিন দেরিতে ট্রেন চলাচল। বিশেষত ভোরে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেন। এর জেরেই বুধবার ভোর থেকে ডায়মন্ড হারবারে স্টেশনে রেল অবরোধ যাত্রীদের। সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। ফের চরম ভোগান্তি নিত্যযাত্রীদের।
ডায়মন্ড হারবারে ভোর থেকে রেল অবরোধের জেরে আজ সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন দেরিতে চলাচল করছে। ফলে সেখানেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।