পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে উধাও কুখ্যাত আসামি, সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় ফের পাকড়াও ...
আজকাল | ৩১ জুলাই ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: পুলিশের চোখে ধুলো দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল খুন ও ধর্ষণে অভিযুক্ত কুখ্যাত আসামি। শেষমেশ সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় ফের তাকে হেফাজতে নিল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমে।
কণিকার নাবালিকা মেয়েকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, রবীন স্ত্রীকে খুন করেছে। এমনকী প্রায়শই নাবালিকাকে যৌন নির্যাতন করত। যে রাতে স্ত্রীকে খুন করে, সেই সময়েই নাবালিকাকে ধর্ষণ করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় রবীন। পরিবারের তরফে অভিযোগ দায়ের করার পর, নানুর থানার পুলিশ রবীনকে গ্রেপ্তার করে। তারপর, আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।