• টানা এক সপ্তাহ ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায়? রইল আপডেট
    আজ তক | ৩১ জুলাই ২০২৪
  • Weather Bengal: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে।

    ভারী বৃষ্টির আশঙ্কা:

    আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ ১ অগস্ট কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ অগস্ট পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।

    দক্ষিণবঙ্গে বৃষ্টির অবস্থা:

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ অগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে বৃষ্টির অবস্থা:

    উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৬ অগস্ট পর্যন্ত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    তাপমাত্রার অবস্থা:

    আবহাওয়া বিভাগের তথ্যানুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না।
    দ্রষ্টব্য: এই পূর্বাভাস আবহাওয়া দফতরের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী লেখা। আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।
  • Link to this news (আজ তক)