• তোলাবাজির প্রতিবাদ করাই কাল, বাড়ি ফেরার পথে তৃণমূল নেতার উপর হামলা, লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ...
    আজকাল | ৩১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদের সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ আতাউর রহমানকে বেধড়ক মারধর। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

    যদিও এই ঘটনার সাথে রাজনীতি বা তোলাবাজির কোনও যোগ নেই বলে দাবি করেছেন জেলা পরিষদ সদস্য আনারুল হক। তিনি বলেন, 'আহত ওই তৃণমূল নেতার এলাকাতে অনলাইন জুয়ার সব থেকে বড় কারবারি। টাকা পয়সা না দেওয়াকে কেন্দ্র করে নওয়াজ শরিফ এবং রাহুল নামে দু'জন যুবকের সাথে কয়েকদিন আগে তাঁর গন্ডগোল হয়েছিল। তার জেরে এই হামলা হয়েছে বলে আমি জানতে পেরেছি।'
  • Link to this news (আজকাল)