আজকাল ওয়েবডেস্ক: বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জিৎপুর-নতুনপাড়া এলাকা। একটি জমি ঘেরাকে কেন্দ্র করে বিবাদের জেরে ওই এলাকায় 'পুলিশের সামনে' বোমাবাজি হয় বলে অভিযোগ। তবে এই ঘটনায় এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি এবং কেউ গ্রেপ্তার হয়নি বলেই ডোমকল থানা সূত্রে জানা গেছে।
তবে ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন- পুলিশ গ্রামে পৌঁছে কোথাও বোমাবাজির চিহ্ন খুঁজে পায়নি। সংঘর্ষের ঘটনা নিয়ে কোনও গ্রামবাসী পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেঞনি। তার ফলে এই ঘটনাতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।