• রিজার্ভার সংস্কারের কাজে নেমে বিপত্তি, দমবন্ধ হয়ে মৃত্যু ২ শ্রমিকের ...
    আজকাল | ৩১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবাসনে রিজার্ভার সংস্কারের কাজে নেমে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন শ্রমিক। দুইজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। মৃতদের নাম বাবলু শেখ(২৭) ও হুমায়ুন শেখ(৫৫)। বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    দুই শ্রমিককে রিজার্ভার থেকে উদ্ধার করে দ্রুত বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)