• ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল জালে, বাজার ছেয়ে যাবে রূপালি শস্যে ...
    আজকাল | ৩১ জুলাই ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মৎস্যপ্রেমী বা বলতে গেলে ইলিশ প্রেমীদের কাছে সুখবর। প্রায় ১০ টন ইলিশ মাছ উঠল জালে‌। বুধবার ভোরে ট্রলার ভর্তি এই রূপালি শস্য নিয়ে নামখানা মৎস্য বন্দরে ঢুকলেন মৎস্যজীবীরা। চলতি মরসুমের শুরুতে এই মাছ সেভাবে ধরা না পড়ায় ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। এবার ধীরে ধীরে হাসি ফুটতে শুরু করেছে তাঁদের মুখে।

    মৎস্যজীবীরা জানিয়েছেন, ইলিশ ধরার জন্য যে আবহাওয়া লাগে তা এই মুহূর্তে খুবই অনুকূল। ফলে আগামীদিনে আরও ইলিশ ধরা পড়বে বলে তাঁদের আশা। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে বাকি ট্রলারগুলিও ফিরে আসবে। আশা করা যাচ্ছে সেই ট্রলারগুলিও ভরা থাকবে ইলিশ মাছে। যার জন্য বাজারে এবার যেমন ইলিশের যোগান বাড়বে, তেমনই দামও আসবে ক্রেতাদের নাগালের মধ্যে।

    সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, 'আমাদের কাছে খবর আছে বাকি যে ট্রলারগুলি ফিরছে সেগুলোতেও মাছ আছে। যেহেতু বাজারে যোগান বাড়বে তাই দামও কমবে বলে আমরা মনে করছি।'

    মৎস্যজীবী সুধীন দাশ জানিয়েছেন, 'ধরা পড়া মাছের সাইজ বেশ ভাল। প্রথমদিকে মাছ না পাওয়ায় কিছুটা ক্ষতির মুখোমুখি হলেও এবার আশা করা যাচ্ছে ক্ষরা কাটল।'
  • Link to this news (আজকাল)