আজকাল ওয়েবডেস্ক: মৎস্যপ্রেমী বা বলতে গেলে ইলিশ প্রেমীদের কাছে সুখবর। প্রায় ১০ টন ইলিশ মাছ উঠল জালে। বুধবার ভোরে ট্রলার ভর্তি এই রূপালি শস্য নিয়ে নামখানা মৎস্য বন্দরে ঢুকলেন মৎস্যজীবীরা। চলতি মরসুমের শুরুতে এই মাছ সেভাবে ধরা না পড়ায় ক্ষতির মুখে পড়েছিলেন মৎস্যজীবীরা। এবার ধীরে ধীরে হাসি ফুটতে শুরু করেছে তাঁদের মুখে।
মৎস্যজীবী সুধীন দাশ জানিয়েছেন, 'ধরা পড়া মাছের সাইজ বেশ ভাল। প্রথমদিকে মাছ না পাওয়ায় কিছুটা ক্ষতির মুখোমুখি হলেও এবার আশা করা যাচ্ছে ক্ষরা কাটল।'