ফের রেল দুর্ঘটনা, শিলিগুড়ির কাছে রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ি
প্রতিদিন | ৩১ জুলাই ২০২৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরল কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনার স্মৃতি। ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত মালগাড়ির দুটি কামরা। ইতিমধ্যেই রেলের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ। এই দুর্ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ওই লাইনে ব্যাহত রেল পরিষেবা। একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলবে। কিছু ট্রেন বাতিলেরও আশঙ্কা। একের পর এক এহেন ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা।
রেল সূত্রের খবর, বুধবার রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রেনটি। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পরই শুরু হয়েছে উদ্ধারকাজ। রাঙ্গাপানি রেলগেট বন্ধ রাখা হয়েছে। লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ চলছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলকর্তারা। যদিও দুর্ঘটনার কারণ নিয়ে কেউই কিছু মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত, জুন মাসে রাঙাপানি এলাকাতেই মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছিল, সকাল ৫ টা বেজে ৫০ মিনিট থেকে রাঙাপানি ও আলুয়াবাড়ির মাঝের অটোমেটিক সিগন্যাল বন্ধ ছিল। ফলে সকাল থেকেই ট্রেন চলাচল হচ্ছিল অত্যন্ত ধীর গতিতে। পেপার লাইন ক্লিয়ার টিকিটের মাধ্যমে চলাচল করছিল ট্রেন। সকাল ৮ টা বেজে ২৭ মিনিট নাগাদ পেপার মেমো অর্থাৎ কাগুজে ছাড়পত্র পেয়েই রাঙাপানি স্টেশন ছেড়ে এগোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছনে থাকা মালগাড়িটি ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।