• বছরে ৩৭ শতাংশ বৃদ্ধি! শিল্পক্ষেত্রের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যে অবিচল শ্যাম মেটালিকস
    প্রতিদিন | ৩১ জুলাই ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-২৫ অর্থবর্ষে ধারবাহিক ভাবে দারুণ ফল করছে শ্যাম মেটালিকস অ্যান্ড এনার্জি লিমিটেড। কলকাতায় সংস্থার প্রধান শাখার তরফে প্রথম ত্রৈমাসিকের লভ্যাংশ ঘোষিত হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে যেখানে লভ্যংশ ছিল ৩, ৩৩৩ কোটি টাকা, ২০২৪-২৫ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৩, ৬১২ কোটি টাকা।

    প্রথম ত্রৈমাসিকে মোট EBIDTA হল ৪৮৮ কোটি টাকা, গত অর্থ বছরে যা ছিল ৪১৪ কোটি টাকা। EBIDTA মার্জিন শতাংশের হারে ১২.৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩.৫ শতাংশ। ২০২৪-২৫ অর্থ বছরে আয়কর প্রদানের পর মোট লাভ হয়েছে ২৭৬ কোটি টাকা। পূর্ববর্তী বছরে তা ছিল ২০২ কোটি টাকা। আয়কর প্রদানের আগে এই পরিমাণ হল যথাক্রমে ৩৭৪ কোটি টাকা (২০২৪-২৫) এবং ২৪৯ কোটি টাকা (২০২৩-২৪)।
  • Link to this news (প্রতিদিন)