• কলকাতায় পুলিশের সহকারি নগরপালের ফ্ল্যাটেই চুরি, সোনার গয়না, নগদ টাকা হাওয়া
    হিন্দুস্তান টাইমস | ৩১ জুলাই ২০২৪
  • অশোককুমার দুবে। শ্য়ামাপ্রসাদ মুখার্জি রোডে টালিগঞ্জ পুলিশ আবাসনের ৯ তলায় থাকেন তিনি। সেখানেই তাঁর ফ্ল্যাট। আর সেই ফ্ল্য়াটেই চুরির অভিযোগ। 

    এবার একেবারে সহকারি নগরপালের ফ্ল্যাটেই চুরি। চোরের সাহস দেখে তাজ্জব হতেই হয়। এসিপি পদমর্যাদার ওই অফিসারের ফ্ল্যাটে চুরির ঘটনা হয়েছে। এদিকে পুলিশকর্তার ফ্ল্যাটে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এমনকী দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত কারোর গ্রেফতারের খবর মেলেনি। 

    তবে পুলিশ বিভিন্ন সূত্র মিলিয়ে দেখার চেষ্টা করছে। সেই ৯ তলার ফ্ল্যাটে ছিলেন তাঁর মেয়ে। তবে ঘটনার সময় তিনি ছিলেন না। এদিকে এসিপি বর্তমানে শহরের বাইরে রয়েছেন। এদিকে তাঁর মেয়েও বেরিয়ে যান। পরে তিনি এসে দেখেন যে দরজার তালা ভাঙা। ঘরের মধ্য়ে থেকে কিছু সোনার গয়না ও নগদ টাকা খোয়া গিয়েছে। এদিকে খবর যায় ওই পুলিশকর্তার কাছে। তিনি এনিয়ে লালবাজারে গোটা ঘটনা জানান। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সোমবার চুরির ঘটনা হয়েছে। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে এই চুরির ঘটনা হয়েছে। সেই সময় কেউ ছিলেন না ফ্ল্যাটে। সেই সুযোগে সম্ভবত কেউ ফ্ল্যাটে ঢুকেছিল। এরপর চুরি করে পালিয়ে যায়। 

    তবে সাধারণত শহরবাসী সাধারণ মানুষের বাড়িতে চুরির ঘটনা হয়। কিন্তু একেবারে এসিপি পদমর্যাদার কোনও অফিসারের বাড়িতে চুরির ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে সুযোগ বুঝেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)