• আইসক্রিম খেয়ে অসুস্থ ২৫ জন! বর্ধমানে শোরগোল
    এই সময় | ০১ আগস্ট ২০২৪
  • আইসক্রিম খেয়ে বিপত্তি! জ্বর ও বমির মতো উপসর্গ সহ অসুস্থ বর্ধমানের বিজয়রাম এলাকার কয়েকজন শিশু। তাদের মধ্যে বর্ধমান হাসপাতালে ভর্তি ২ জন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, আইসক্রিম খেয়ে অসুস্থ হয়েছেন ২৫ জন। তাঁদের মধ্যে ২ জন হাসপাতালে ভর্তি। খাদ্য সুরক্ষা দফতরকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ওই আইসক্রিম কি অসুরক্ষিত ছিল? উঠছে প্রশ্ন। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।স্থানীয়দের অভিযোগ, গত সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয়। আর সেই আইসক্রিম খেয়ে মঙ্গলবার রাত থেকে জ্বর হয় বেশ কয়েকজনের। এরপর বুধবার সকাল থেকেই বমি,পেট খারাপ ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন ২৫ থেকে ৩০ জন শিশু ও এলাকার বেশ কয়েকজন।

    ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হন সরাইটিকর পঞ্চায়েতের সদস্য সঞ্জয় সাঁই। তাঁর অভিযোগ, এলাকায় একটি আইসক্রিম গোডাউন রয়েছে। সেখান থেকে মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম এলাকায় বিলি করা হয়। তা খাওয়ার পরেই বমি, পেট খারাপ, জ্বরের মতো উপসর্গ দেখা যায় অনেকের মধ্যেই। এলাকায় এসেছিলেন জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। তাঁরা অসুস্থদের ওষুধ দিয়েছিলেন।

    স্থানীয়দের দাবি, বিনামূল্যে ওই কারখানা থেকে আইসক্রিম বিক্রি করা হচ্ছিল। তাই সাত পাঁচ না ভেবে অনেকেই আনন্দের সঙ্গে তা খেয়েছিলেন। কিন্তু, তা যে মেয়াদ উত্তীর্ণ হতে পারে সেই বিষয়ে কেউ অবগত ছিলেন না। কিন্তু, অনেকে অসুস্থ হয়ে যাওয়ার পর স্থানীয়দের সন্দেহ, ওই আইসক্রিম মেয়াদউত্তীর্ণ ছিল।

    যদিও আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাস বলেন,'আমাদের কারখানা থেকে কোনও আইসক্রিম বিলি করা হয়নি। কয়েকজন আইসক্রিম নিয়ে গিয়েছিলেন।' মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। আইসক্রিম খাওয়ার দরুনই কি অসুস্থ হয়ে পড়েছেন এই ২৫ জন? গোটা বিষয়টি তদন্তসাপেক্ষ বলে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
  • Link to this news (এই সময়)