কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় রুটে শনিবার মেট্রো পরিষেবা এখনই নয়
এই সময় | ০১ আগস্ট ২০২৪
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের (রুবি) মধ্যে মেট্রো পরিষেবা এখনই মিলবে না শনি এবং রবিবার। তবে ৫ অগস্ট সোমবার থেকে এই স্টেশনগুলির মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দুটোই বাড়তে চলেছে, এমনটাই জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বর্তমানে এই লাইনে দৈনিক ৪৮টি মেট্রো চলে। কিন্তু, ৫ অগস্ট থেকে ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন, মোট ৭৪টি মেট্রো চলবে। ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো। প্রতিদিনের এই বর্ধিত পরিষেবাগুলি পরীক্ষামূলকভাবে সোম থেকে শুক্রবার চালানো হবে।আগে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল শনিবারও কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে মেট্রো চালানো হবে। কিন্তু, সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। প্রথম মেট্রো কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে সকাল ৯টার বদলে এবার থেকে ছাড়বে ৮টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪টা ৪০ মিনিটের বদলে রাত ৮টায়।
কী কী বদল এল?
কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায় মিলবে।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে সকাল ৮ টায় মিলবে।
শেষ মেট্রো পরিষেবা
কবি সুভাষ থেকে বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায় মিলবে।
হেমন্ত মুখোপাধ্যায় থেকে বিকেল ৪:৪০ এর পরিবর্তে রাত ৮ টায় মিলবে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ এই স্টেশনগুলির মধ্যে সোম থেকে শনি সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা দেব। আমরা সিদ্ধান্তটি পুর্নর্বিবেচনা করি। সুরক্ষা, রক্ষণাবেক্ষণ এবং লাইনকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শনিবারের প্রয়োজন রয়েছে। তাই সাময়িকভাবে শনিবার পরিষেবা দেওয়া হবে না। অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা চালানো হবে সকাল ৮টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। তবে তা সোম থেকে শুক্র চলবে।'