• আইসক্রিম খাওয়ার আগে দেখে নিন মেয়াদ উত্তীর্ণ কিনা, একসঙ্গে অসুস্থ দুই শিশু-সহ ৩০ জন...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিনা পয়সায় আইসক্রিম খেয়ে অসুস্থ পূর্ব বর্ধমানের বিজয়রাম গ্রামের কুড়েপাড়ার ৩০ জন। হাসপাতালে ভর্তি দুই শিশু। ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এলাকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম। 

    যেই গ্রামে এই ঘটনা ঘটেছে সেখানে একটি বেসরকারি আইসক্রিম কারখানা আছে। গত সোমবার রাতে ওই কারখানা থেকে কিছু ফ্রি স্যাম্পল বিতরণ করা হয়। মঙ্গলবার রাত থেকেই গ্রামের বেশ কিছু বাসিন্দা ভুগতে থাকেন পেট ব্যাথা, মাথা ব্যাথা, ডায়েরিয়া ও জ্বরের উপসর্গ নিয়ে। ৩০ জন গ্রামবাসী রীতিমতো অসুস্থ হয়ে পড়েন। দু'জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে। 

    স্থানীয় পঞ্চায়েত সদস্য সঞ্জয় সাঁই জানিয়েছেন, ৪০০র বেশি লোক এই আইসক্রিম খেয়েছেন। তাঁর দাবি, এগুলো মেয়াদ উত্তীর্ণ আইসক্রিম। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। 

    যদিও কারখানার কেয়ারটেকার সুরজিৎ দাশের দাবি, অন্য একটি কোম্পানির আইসক্রিম। ওগুলো মোটেই মেয়াদ উত্তীর্ণ নয়। তাঁর আরও দাবি, তাঁরা কাউকে যেচে আইসক্রিম দেননি। বরং আইসক্রিম নিতেই কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। 

    মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, তিনি ফুড সেফটি দপ্তরে বিষয়টি জানিয়েছেন। আইসক্রিম খেয়ে যদি বিষক্রিয়া হয়ে থাকে তবে তাঁরা অবশ্যই বিষয়টি দেখবেন। ভর্তি হওয়া দু'জন এখন ঠিক আছে। বিএমওএইচকে তিনি রিপোর্ট দিতে বলেছেন।
  • Link to this news (আজকাল)