আইসক্রিম খাওয়ার আগে দেখে নিন মেয়াদ উত্তীর্ণ কিনা, একসঙ্গে অসুস্থ দুই শিশু-সহ ৩০ জন...
আজকাল | ০১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বিনা পয়সায় আইসক্রিম খেয়ে অসুস্থ পূর্ব বর্ধমানের বিজয়রাম গ্রামের কুড়েপাড়ার ৩০ জন। হাসপাতালে ভর্তি দুই শিশু। ঘটনার পর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এলাকায় পাঠানো হয়েছে মেডিক্যাল টিম।
মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানান, তিনি ফুড সেফটি দপ্তরে বিষয়টি জানিয়েছেন। আইসক্রিম খেয়ে যদি বিষক্রিয়া হয়ে থাকে তবে তাঁরা অবশ্যই বিষয়টি দেখবেন। ভর্তি হওয়া দু'জন এখন ঠিক আছে। বিএমওএইচকে তিনি রিপোর্ট দিতে বলেছেন।