মেডিক্যাল কলেজ থেকে মাত্র ৩০০ মিটার দূরেই ছেয়ে গিয়েছে ডেঙ্গি, শতাধিক লোক আক্রান্ত হয়েছেন ডেঙ্গিতে...
আজকাল | ০১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বাড়ছে ডেঙ্গির দাপট। একই ওয়ার্ডে এই রোগে আক্রান্ত হয়েছেন ১২ জন। বর্ধমান পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি আক্রান্ত রসিকপুর বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মাত্র ৩০০ মিটার দূরে। পুরসভার তরফে যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করা হচ্ছে রোগের দাপট কমানোর। খোলা হয়েছে স্পেশাল ফিভার ক্লিনিক। সতর্ক করতে বিলি করা হচ্ছে লিফলেট।
এদিন ওই এলাকার বাসিন্দারা পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁদের অভিযোগ, এলাকায় সাফাই অভিযান নিয়মিতভাবে মোটেও হয় না। এখন ডেঙ্গি ধরা পড়েছে বলে এই অভিযানে জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই স্থানীয় একটি স্কুলঘরে একটি অস্থায়ী ফিভার ক্লিনিক চালু করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র জানায়, পূর্ব বর্ধমানে গত জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শতাধিক। জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবর্ণ গোস্বামী বলেন, 'ওয়ার্ডে ক্যাম্প খুলে রক্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গি প্রতিরোধে জোরদার প্রচার চালানো হচ্ছে।'