ফের ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অভিষেক, কী বলেন সেদিকে নজর সকলের ...
আজকাল | ০১ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ফের প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অভিষেক ব্যানার্জি। জেলা প্রশাসনের একটি সূত্র অনুযায়ী, আগামী ১০ আগস্ট এই বৈঠক হতে চলেছে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে। এবিষয়ে রাজ্য তৃণমূলের এক নেতা বলেন, এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বৈঠকে অভিষেক যেমন কোথায় কী কাজ হয়েছে সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবেন তেমনি কাজ বাকি থাকলে কেন বাকি আছে সেই বিষয়েও জানতে চাইবেন। এক্ষেত্রে প্রশ্নের মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক থেকে স্থানীয় নেতা বা বিধায়ক। পাশাপাশি এটাও তিনি বুঝিয়ে দেবেন তিনি চান সরকারি কাজে আরও গতি বাড়ুক। গত লোকসভা নির্বাচনে অভিষেক যেমন নিজের কেন্দ্রে প্রচার করেছেন তেমনি লাগাতার প্রচার করেছেন রাজ্যের অন্যান্য জেলায়। নিজের লোকসভা কেন্দ্রে এবার তিনি জিতেছেন রেকর্ড ভোটে। ফলে দলে তারুণ্যের প্রতীক হয়ে ওঠা অভিষেক প্রশাসনিক বৈঠকে কী বলেন তার দিকে যেমন নজর থাকবে দলের বাকি নেতৃত্বের তেমনি থাকবে রাজ্য প্রশাসনেরও।