• নজরে ২০২৬ ভোট, আগস্ট মাস থেকেই জেলায় জেলায় ঘুরবেন মমতা! ...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুরু থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নজর দিয়েছেন জঙ্গলমহলে। এবার ভোট মিটতেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসকদলের সুপ্রিমোর নজর ফের জঙ্গলমহলে। সূত্রের খবর, আগস্টের শুরুতেই জঙ্গলমহলে যাচ্ছেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে আগস্টের ৮ এবং ৯ তারিখ ঝাড়্গ্রামে থাকবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে পৌঁছবেন ৮ আগস্ট, ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম স্টেডিয়ামে।

    আরও পড়ুন: ‘সম্মান নাই করতে পারে, ডেকে অসম্মান করা হল’, নীতি আয়োগের বৈঠক নিয়ে ক্ষুব্ধ মমতা

    অসমর্থিত সূত্রের খবর, ঝাড়গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচি রয়েছে একগুচ্ছ। জানা গিয়েছে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। যদিও, তাঁর সফরসূচির কোনও নির্ঘন্ট দলের তরফে জানা যায়নি এখনও। এমনিতেই জেলায় জেলায় ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তৃণমূল সুপ্রিমো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও তাঁকে দেখা গিয়েছে একাধিকবার। দিন কয়েক আগেই জানা গিয়েছিল লোকসভা ভোটের পর এখন থেকে আগামী বিধানসভা ভোট নিয়ে পরিকল্পনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছিল আগস্টেই শুরু হবে মমতার জেলা সফর।

    জানা গিয়েছিল লোকসভা ভোট মেটার পর, বিধানসভার অধিবেশন শেষ করেই ফের জেলা সফর শুরু হবে মমতার। বুধবার জানা গেল, আগস্টের দ্বিতীয় সপ্তাহে যাচ্ছেন জঙ্গলমহল। মনে করা হচ্ছে ২০২৬ ভোট-কে নজরে রেখে আগস্ট থেকেই মূলত শুরু হচ্ছে দলনেত্রীর জেলা সফর। উল্লেখ্য, লোকসভা ভোতের আগে 'নবজোয়ার যাত্রা'য় জেলায় জেলায় ঘুরেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
  • Link to this news (আজকাল)