• আর থাকবে না বন্ধ! শহরের প্রাণকেন্দ্রে এই শপিংমল খুলে যাচ্ছে অগাস্টের তিন তারিখ থেকেই, রয়েছে চমক ...
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অগ্নিকাণ্ডের একমাস পার। এবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কলকাতার জনপ্রিয় শপিং মল। আগস্টের শুরুতেই খুলছে অ্যাক্রোপলিস মল। তবে দক্ষিণ কলকাতার এই শপিং মল জনসাধারণের জন্য খুললেও আরও কিছুদিন বন্ধ থাকবে একাধিক নামী রেস্তোরাঁ।

    প্রসঙ্গত, গত ১৪ জুন কসবার অ্যাক্রোপলিস মলের ভিতর ক্রসওয়ার্ড বুক স্টোরে আগুন লাগার ঘটনা ঘটে। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে শপিং মল বন্ধ করা হয়। অগ্নিকাণ্ডের ফলে শপিং মলের বিস্তর ক্ষতি হয়েছে। এরপর পুরো শপিং মলকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাখা হয়। ২৫ জুন দমকল শপিং মলে বিদ্যুৎ সংযোগের অনুমতি দেয়। তারপরেই শুরু হয় মেরামতির কাজ।
  • Link to this news (আজকাল)