• পূর্ব বর্ধমানে বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ, তারপর কী হল?
    আজকাল | ০১ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : পূর্ব বর্ধমানে সরকারি বাসের সঙ্গে একটি চার চাকা গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার নর্জা মোড়ের কাছে বাদশাহী রোডের উপর। সংঘর্ষের ফলে সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। এই ঘটনার জেরে দুজন আহত হয়েছেন। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,ধর্মতলা থেকে দ্বারকা রুটের যাত্রীবাহী এই সরকারি বাসটি নতুনহাট অভিমুখে যাওয়ার সময় বর্ধমান অভিমুখী একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় বাসযাত্রীদের তেমন কোনও ক্ষতি না হলেও গুরুতর ভাবে আহত হন গাড়ির চালক ও আরোহী।
  • Link to this news (আজকাল)