• আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস, হাওয়া বদল কবে? জানাল আলিপুর
    এই সময় | ০১ আগস্ট ২০২৪
  • বৃহস্পতিবার দিনভর বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে বৃষ্টিপাত কমতে পারে, মনে করছেন আবহবিদরা।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    সকাল থেকেই শহরে শুরু হয়েছে বৃষ্টিপাত। তাপমাত্রাও একলাফে অনেকটাই কমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৮০ শতাংশ।

    কলকাতায় দিনভর বৃষ্টিপাত হতে পারে। কলকাতার দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াতে পারে। শুক্রবার দিনভর তিলোত্তমায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে হাওয়া বদলের পূর্বাভাস।

    কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

    বৃহস্পতিবার পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে। শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূমে। কলকাতা সহ অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে কমবে বৃষ্টিপাত, আশ্বাস আলিপুর আবহাওয়া দফতরের।

    কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

    বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধুমাত্র কালিম্পঙে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
  • Link to this news (এই সময়)